দুর্গাপুরে স্টিল টাউনশিপে হাতের শিরা কাটা মৃতদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬মার্চঃ
এক ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল দুর্গাপুরের স্টিল টাউনশিপের কনিষ্ক রোড সংলগ্ন হেলথ সেন্টারের পাশে টাওয়ারের নিচ থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত ওই ব্যাক্তির কোনো নাম পরিচয় জানা যায়নি। ব্যাক্তির বাম হাতের শিরা কাটা ছিল।
শান্তিময় মুখার্জী যিনি ওই এলাকার বাসিন্দা তিনি জানান যে, ওই হেলথ সেন্টারে তিনি চিকিৎসার জন্য যখন আসেন তখন তিনি দেখতে পান হেলথ সেন্টারের পাশে একটি টাওয়ার রয়েছে যেটি কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা সাথে লোহার গেটে তালা লাগানো রয়েছে। আর সেই বাউন্ডারির ভেতরে ওই ব্যাক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তালা ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত্য ওই ব্যাক্তির কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তালা লাগানো ওই বাউন্ডারির ভেতর ওই ব্যাক্তি কি করে ঢুকল, কিংবা এটি আত্মহত্যা নাকি খুন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।