আন্তর্জাতিক নারী দিবসে অন্ডাল ব্লকে তৃণমূলের মহিলা কর্মীদের কর্মসূচী
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৮মার্চঃ
আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। একই সঙ্গে অন্ডাল ব্লক মহিলা তৃণমূলের পক্ষে অন্ডাল মোড় থেকে উত্তর বাজার পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হয়। মিছিল চলাকালীন উপস্থিত তৃণমূলের মহিলা কর্মীরা। তারা মহিলা দিবসের শুভেচ্ছা জানান। এই মিছিলে উপস্থিত ছিলেন রাণীগঞ্জ বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের জেলা পরিষদের নেত্রী মিনিতি হাজরা।
মিনিতি হাজরা বলেন যে একদিকে রাজ্যের তৃণমূল সরকার নারীদের স্বার্থে অনেক পরিকল্পনা নিয়ে আসছে, অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের নির্যাতন দিন দিন বাড়ছে। তিনি বলেন যে প্রতিদিন ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ দিন দিন সমস্যায় পড়ছেন।, তবুও কেন্দ্রীয় সরকার দেশে জনগণকে অগ্রগতির মিথ্যা ভাষণ দিচ্ছেন। রাজ্যের সকল মানুষের উচিত ঐক্যবধ্য হয়ে বাংলার কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় ফিরিয়ে আনা দরকার।