ছাত্র সেজে দুর্গাপুরে গা ঢাকা দিয়ে পর পর সাইবার ক্রাইম করেও শেষে পুলিশের জালে ৪ যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৯মার্চঃ
সাইবার অপরাধের অভিযোগে দুর্গাপুরের ৫৪ফুট এলাকা থেকে চার যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ব্যাংক থেকে টাকা তছরূপের অভিযোগ রয়েছে। পুলিশী জেরায় তারা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে বলে পুলিশের দাবি
পুলিশ সুত্রে জানা গিয়েছে, সিটি সেন্টারের মাইকেল ফ্যারাডের বাসিন্দা বাসুদেব সরকারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে গত বছরের ২২ ও ২৩ ডিসেম্বরে কয়েক দফায় মোট ৯৪ হাজার টাকা গায়েব হয়ে যায়, যার কোনো ওটিপি বা কোনো নোটিফিকেশন তিনি পাননি। কেবল মাত্র ওনার রেজিস্টার মোবাইল ফোনে টাকা তুলে নেওয়ার ম্যাসেজ ধুকেছিল বলে বাসুদেব বাবুর অভিযোগ। বিষয়টি নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্তে নেমে নানা তথ্য ও গোপন সুত্র ধরে পুলিশ রাজেশ মন্ডল রোহিত মন্ডল সঞ্জয় মন্ডল ও সীতারাম মন্ডল নামে চার যুবকের সন্ধান পায় যারা ৫৪ফুট এলাকায় ছাত্র পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিল। এরপরেই সোমবার গভীর রাতে পুলিশ ওই বাড়িতে হানা দিয়ে চার যুবককে গ্রেফতার করে। পুলিশী জেরায় ওই চার যুবক তাদের অপরাধ স্বীকার করে নেয়। সাথে পুলিশ সুত্রে এও জানা গিয়েছে যে ওই চারজনের থেকে মোট ১৫টি মোবাইল ফোন, ৬০টি সিম কার্ড (যার মধ্যে কয়েকটি জাল সিম কার্ডও র্য়েছে), সাথে ১লক্ষ ৪৪ হাজার টাকা নগদ পাওয়া গিয়েছে। ধৃত ওই চার যুবক ঝাড়খন্ডের জামতারা এলাকার বাসিন্দা। অভিযুক্তদের বিরুদ্ধে ঝাড়খন্দের একাধিক থানায় বিভিন্ন সাইবার অপরাধ মূলক অভিযোগ রয়েছে।
ধৃতদের মঙ্গলবার দুর্গাপুর আদালতে তোলা হয় ১০দিনের পুলিশী হেফাজতের আবেদন করে। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। এখন ধৃতদের জেরা করে পুলিশ এই দলের অন্যান্য সদস্যদের হদিশ পেতে চাইছে।