খাঁন্দরা কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সরব নন টিচিং স্টাফেরা
আমার কথা, পূর্ব বর্ধমান(উখরা), ৯মার্চঃ
আর্থিক দুর্নীতির তদন্ত সহ নন টিচিং স্টাফ নিয়োগ ও প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে খাঁন্দরা কলেজে বিক্ষোভ। মঙ্গলবার প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় কলেজেরই নন টিচিং স্টাফরা।
বিক্ষোভকারীরা জানান বর্তমানে কলেজে দশ-বারোজন নন টিচিং স্টাফ রয়েছেন। কলেজের সমস্ত অফিসিয়াল কাজ তাদেরই করতে হয়। একাউটেন্ড, হেড ক্লার্ক সহ একাধিক পদ এখনো শূন্য রয়েছে। প্রিন্সিপালকে বারবার জানানো সত্ত্বেও সেই সকল পদ পূরণ করা হচ্ছে না। ফলে অতিরিক্ত কাজ করানো হচ্ছে তাদের দিয়েই। এছাড়াও প্রিন্সিপাল অকারণে নন টিচিং স্টাফদের সাথে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ তাদের। তারা জানান সম্প্রতি অডিট রিপোর্টে কলেজে বড়োসড়ো (৫০-৫৭লাখ টাকা ) আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। প্রিন্সিপাল এই দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত বলে অভিযোগ তাদের। অডিট রিপোর্ট এর নিরপেক্ষ তদন্ত ও প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে সরব হন নন টিচিং স্টাফরা। অভিযোগ প্রসঙ্গে মোবাইলে কলেজের প্রিন্সিপাল সঞ্জীব হাজরার সাথে যোগাযোগ করা হলে প্রশ্ন শুনে কোন প্রতিক্রিয়া না দিয়ে তিনি ফোন কেটে দেন।