মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন রানীগঞ্জের তৃণমূল প্রার্থী তাপস বন্দোপাধ্যায়
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১০মার্চঃ
বুধবার এলাকায় ঘুরে ভোট প্রচার ও কর্মীদের নিয়ে সভা করলেন রানীগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণখন্ডে তৃণমূল কার্যালয়ে এসে পৌঁছান তাপস বাবু। সেখানে দলীয় কর্মীদের সাথে পরিচয় পর্ব সেড়ে প্রথমে ধর্মরাজ মন্দির ও তারপর দক্ষিণখন্ড কালীবাড়ি মন্দিরে পুজো দেন তিনি। তারপর কর্মী-সমর্থকদের সাথে পায়ে হেঁটে দক্ষিণখন্ড এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। প্রচার শেষে স্থানীয় একটি ম্যারেজ হলে ভোট সংক্রান্ত কর্মী সভায় উপস্থিত হন তাপস বাবু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি জয়ের ব্যাপারে একশ সতাংশ নিশ্চিত। দশ বছরে তৃণমূল সরকার মানুষের জন্য একাধীক জনকল্যাণমূলক যেসব কাজ করেছে, সেই কারণে মানুষ তৃণমূলের সাথে আছে। কেন্দ্র বদল প্রসঙ্গে তিনি বলেন প্রথমে যখন শুনলাম আমাকে প্রার্থী করা হয়েছে রানীগঞ্জ কেন্দ্রে, তখন প্রথমে কিছুটা হতাশ হয়েছিলাম। তারপরে এলাকার নেতা কর্মীদের কাছ থেকে মোবাইলে যেভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পেয়েছি তাতে আমি অভিভূত।