বুদবুদে পুকুরে নামলো গাড়ি
admin
March 15, 2021
আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ১৫মার্চঃ
নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে নামলো গাড়ি। অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা। ঘটনাটি ঘটেছে বুদবুদের অনুরাগপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে একটি ছোট গাড়িতে কয়েকজন যাত্রী অনুরাগপুর থেকে গ্রামের রাস্তা ধরে পানাগড় বাইপাসে ওঠার সময় বাইপাস সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নেমে যায়। তবে নরম মাটি হওয়ার কারণে পুকুরের জলে গাড়িটি না পরে নরম মাটিতে গাড়ির চাকা আটকে গিয়ে রেহাই পান গাড়িতে থাকা যাত্রীরা।