পানাগড়ে লরির ধাক্কায় মৃত্যু শারীরিকভাবে অক্ষম অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১৭মার্চঃ
পানাগড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল শারীরিকভাবে অক্ষম এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে পানাগড় বাজারের প্রয়াগপুর মোড়ের কাছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসুপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধা যখন রাস্তা পারাপার করছিলেন সেই সময় দুর্গাপুরগামী একটি লরি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা। বৃদ্ধার নাম পরিচয় জানা যায়নি। লরি ফেলে রেখে পালিয়ে যায় চালক ও খালাসী।