অন্ডালে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের দেওয়া হল করোনার ভ্যাকসিন
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৭মার্চঃ
কিছুদিন আগেই বাজারে এসেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা ভ্যাকসিন (টিকা)। প্রথম পর্যায়ে বিনামূল্যে সরকারি উদ্যোগে সেই ভ্যাকসিন দেওয়া প্রক্রিয়া চলছে সরকারি স্বাস্থ্যকর্মী, পুলিশ ও প্রশাসনের ব্যক্তিদের। একইসঙ্গে যারা করোনা সময়কালে মানুষের পাশে থেকেছে এরকম স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী দলের সদস্যদের ও জরুরী ভিত্তিতে বিনামূল্যের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার অন্ডাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোল্ডফিল্ড সিটিজেন ফোরাম- নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার ৩২ জন সদস্য-কে এদিন টিকার প্রথম ডোজ দেওয়া হয়।
সংস্থাটির পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায় জানান লকডাউন ঘোষণার পর থেকে এ যাবৎকালে নিরবিচ্ছিন্নভাবে তাদের সংস্থার সদস্যরা করোনা আক্রান্ত ও সমস্যায় পড়া মানুষের পাশে রয়েছে । সদস্যরা টিকা পাওয়ায় স্বভাবতই তারা আরও বেশি করে মানুষের পাশে থাকতে উৎসাহিত হবে বলে জানান তিনি।