প্রার্থী নিয়ে দুর্গাপুরে ক্ষোভ বিজেপি কর্মীদের, ড্যামেজ কন্ট্রোলে নামলেন সাংসদ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০মার্চঃ
বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে সারা রাজ্য জুড়ে প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। বাদ যায়নি দুর্গাপুরের দুটি কেন্দ্রের ক্ষেত্রেও। নামের তালিকা প্রকাশের দিনই বিকেলে আরো এক ধাপ এগিয়ে দুর্গাপুরের ৩১নং বিদ্যাসাগর অ্যাভিন্যুয়ের কার্যালয়ে তালা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপির কর্মীরা। গতকাল জেলা সভাপতি ও খোদ সাংসদের বিরুদ্ধেও একরা ক্ষোভ উগরে দেন তাঁরা। দুর্গাপুর পূর্ব ও পান্ডবেশ্বর কেন্দ্র দুটিতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে টাকা বা ব্ল্যাকমেলিং কাজ করেছে বলেও জেলা সভাপতি আর সাংসদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন দুর্গাপুরের আদি বিজেপি কর্মীদের একাংশ। নির্বাচনের আর কয়েকদিন বাকি আর তার আগেই দলের কর্মীদের এই ‘জেহাদ’ দলকে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে বলে মত রাজনৈতিক বিসেষজ্ঞদের। আর তাই ড্যামেজ কন্ট্রোল করতে শনিবার দুর্গাপুর ইস্পাতনগরীর কার্যালয়ে দুই প্রার্থী ও কর্মীদের সাথে নিয়ে বৈঠক করলেন খোদ সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
এদিন বৈঠক শেষে সাংসদ পূর্বের প্রার্থী দীপ্তাংস চৌধুরীর প্রসঙ্গে বলেন, “২০১৭ সালে আমাদের ছেড়ে তৃণমূলে গেলেও আমাদের সঙ্গে সম্পর্ক ছিল। ও জাতীয়তাবাদী মনোভাব ত্যাগ করতে পারেনি। তৃণমূলে গেলেও কোনোদিন আমাদের বিরুদ্ধে ভোটে দাঁড়ায়নি। প্রার্থী নিয়ে কোনও দ্বিধা, দ্বন্দ্ব বা প্রশ্ন নেই। রাজ্য সরকার হাতে না এলে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সার্থক রূপায়ণ হবে না এটা সবাই বুঝেছে।”
প্রার্থী নিয়ে বিশেষ করে তৎকাল বিজেপি নেতা দীপ্তাংশু চৌধুরীকে নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির আদি কর্মীরা। দীপ্তাংশুর বিরুদ্ধে দলীয় কর্মীদের ক্ষোভ ধামাচাপা দিতেই এই বৈঠকের আয়োজন বলে মনে করা হচ্ছে। তবে বিক্ষুব্ধদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে সাংসদ বলেন, ” কোনো পদাধিকার বিরোধিতা করেন নি। ভুল ভ্রান্তি থাকতেই পারে। আলোচনায় মিটেছে। শাস্তিমূলক ব্যবস্থাই সব নয়।”