জিতেন আসতেই ক্ষোভ বদলে গেলে উৎসাহে, তবে অনুপস্থিত স্থানীয় নেতৃত্ব
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২০মার্চঃ
পাণ্ডবেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে জিতেন তিওয়ারির নাম ঘোষণার পর প্রকাশ্যে দেখা দিয়েছিল কর্মী-সমর্থকদের ক্ষোভ। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রার্থী বদলের দাবিতে সোচ্চার হয়েছিলেন দলের কর্মীদের একাংশ। প্রার্থী বদল না হলে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুমকিও দিয়েছিলেন তারা। অথচ শনিবার দেখা গেল উল্টো চিত্র। এদিন সন্ধ্যায় লাউদোহার মাঝিপাড়ায় দলের নির্বাচনী কার্যালয়ে আসেন প্রার্থী জিতেন্দ্র তিওয়ারী। সেখানে ক্ষোভ ভুলে জিতেনবাবুকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রায় শ’দুয়েক কর্মী-সমর্থক। জিতেনবাবু এসে পৌঁছানোর মাত্র সমর্থকরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে তাকে স্বাগত জানান। পুষ্পস্তবক ফুলের মালা পরিয়ে তাকে বরন করা হয়। নির্বাচনী কার্যালয়ে বসে দলের কর্মী-সমর্থকদের সাথে পরিচিত হন জিতেনবাবু।
কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে জিতেনবাবু বলেন” আমি দলের সদ্য যোগ দিয়েছি। তাই পুরোনো কর্মীদের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। তবে এবার থেকে আমরা সবাই একসাথে কাজ করব এবং তৃণমূল কংগ্রেসকে হারাবো।
তবে এদিন অনুপস্থিত ছিলেন দলের জেলা নেতা তথা গতবারে পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জিতেন চ্যাটার্জী।