কাজ চাই, নয়তো ভোট বয়কটের হুমকি আদিবাসীদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২০মার্চঃ
এলাকায় খোলামুখ খনি হওয়ায় নষ্ট হয়েছে চাষের জমি,কাজ হারিয়েছে আদিবাসী। খনির কাজের নিয়োগ করতে হবে আদিবাসী বেকার যুবকদের। শনিবার এই দাবিতে খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখানো আদিবাসী গাঁওতা সংগঠন। কাজে নিয়োগ করা না হলে ভোট বয়কটের হুমকি দেন তারা।
সম্প্রতি পান্ডবেশ্বরের জোয়ালভাঙ্গা এলাকায় চালু হয়েছে একটি খোলামুখ খনির। কয়লা উত্তোলনের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। যে জায়গায় খনিটি হয়েছে আগে সে জায়গায় ছিল চাষের জমি। আগে সেই জমিতে চাষ করতো এলাকার আদিবাসী পরিবারের সদস্যরা। জমি অধিগ্রহণের ফলে জমির মালিকরা চাকরি ও জমির বিনিময়ে অর্থ পেয়েছে। কিন্তু ওই জমিতে এলাকার যে সব আদিবাসী সদস্যরা চাষ করত, বন্ধ হয়ে গেছে তাদের রুটিরুজি। কাজে নিয়োগের দাবিতে শনিবার খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী গাঁওতা সংগঠন। সংগঠনের নেতা জলধর হেমব্রম জানান এখানে ৮৫ টি আদিবাসী পরিবার রয়েছে। জমিতে চাষ করে তাদের সংসার চলত। খনি তৈরি হওয়ায় জমির মালিকরা চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ পেলেও আদিবাসীরা কিছুই পাইনি। খনিতে আদিবাসীদের বঞ্চিত করে বহিরাগতদের কাজে নিয়োগ করা হয়েছে। তাই খনির কাজে আদিবাসী পরিবারের বেকার যুবকদের নিয়োগ করার দাবি জানান তিনি। দাবিমতো কাজ না হলে আসন্ন বিধানসভা ভোট বয়কট করার হুমকি দেন জলধর বাবু। আজকের বিক্ষোভ ও কাজে নিয়োগের দাবি নিয়ে অবশ্য খনি কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া মিলেনি।