নুন আনতে পান্তা ফুরোলেও সামান্য আয় থেকেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান দুর্গাপুরের সাফাই ও স্বাস্থ্যকর্মীদের
এ এক নজির, যাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায় অথচ আজ করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে সেই মানুষগুলোই নিজেদের চিন্তা ছেড়ে দিয়ে তাদের সামান্য আয় থেকে অর্থ তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। হ্যাঁ এরকমই এক অনবদ্য চিত্র দেখা গেল দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের সাফাইকর্মী ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের সামর্থ অনুযায়ী আয়ের একটি অংশ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন।
তাদের বক্তব্য যে, করনোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন তাতে তাঁরা অনুপ্রানিত হয়ে তারাও করোনা মোকাবিলায় রাজ্য সরকারের পাশে দাঁড়াতে চান। তাই আয় সামান্য হলে ১৫ নং ওয়ার্ডের ৩৭ জন সাফাইকর্মী ও ৬ জন স্বাস্থ্যকর্মী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫,০০০টাকা দান করেন। এছাড়াও এদিন ওই ওয়ার্ডের পুরমাতা ও ওয়ার্ডের সভাপতি আরো ১০,০০০ টাকা জমা করেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।