মদ্যপ চালকের ওভারলোডিং বালি গাড়ির ধাক্কায় গলসী গুরুতর জখম ২ বাইক আরোহী
আমার কথা, পূর্ব বর্ধমান(গলসী), ২১মার্চঃ
মদ্যপ চালক, ওভারলোর্ডিং বালি বোঝাই লরির ধাক্কায় দুই বাইক আরোহী গুরুতর জখম। ঘটনা পূর্ব বর্ধমান জেলার গলসী থানার অন্তর্গত সোদপুরে। স্থানীয় প্রত্যক্ষ বাসিন্দাদের দাবী, লরিটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন, সাথে পুরো ওভারলোড বালি নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই ধাক্কা মারে দুই বাইক আরোহীকে। গুরুতর জখম হন ওই দুজন। আহত দু’জনের মধ্যে একজন সুকদেব বাগদি(৩২) যার বাঁ হাতটি পুরো দ্বিখণ্ডিত হয়েগেছে এবং অন্যজন লব বাগদি৩৮) যার একটি পায়ের অংশ গুরুতর জখম। পুলিশকে খবর দিলেও ঘটনাস্থলে আসতে দেরী করায় স্থানীয়দের উদ্যোগে পরে তাদের নিকটবর্তী স্বাস্হ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাদের আরও দাবী কিছু বৈধ বালিঘাটের পাশাপাশি অবৈধ বালি ঘাট থেকে বর্তমান শাসকদলের কিছু নেতার মদতে দিনে দুপুরে কোটি কোটি টাকার বালি পাচারের একটা চক্র কাজ করে চলেছেন। অতীতে বহুবার চাষের জমি নষ্টকরে বালিঘাট যাওয়ার রাস্তা তৈরীর প্রতিবাদ করেছেন স্থানীয়রা। কিন্তু কোনো সুরাহা হয়নি, উল্টে আগের থেকেই বালি বোঝাই গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। সংখ্যা প্রায় ৫০০ এর কাছাকাছি। প্রশাসনের একটা চক্র এর সাথে যুক্ত বলে তাদের দাবী। এই ঘটনার পর স্থানীয় জনতা বালিঘাট যাওয়ার রাস্তা কেটে,পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন। শেষে পুলিশ হাত জোড় করে ক্ষমা চাইলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।