দুর্গাপুরে পিচের কারখানায় ভয়াবহ আগুন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২মার্চঃ
দুর্গাপুরের সগড়ভাঙ্গার আর আই পি ইন্ডাস্ট্রিয়াল হাবে একটি পিচ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। সোমবার সকালে কারখানার ডিহাইড্রেটেড তার্ফ এর চেম্বারে আগুন লাগে যা নেভাতে ঘটনাস্থলে যেতে হয় দমকলের তিনটি ইঞ্জিনকে। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারনে এই আগুন লাগে তার সঠিক কারন জানা না গেলেও দমকল বিভাগের প্রাথমিক অনুমান অত্যধিক উষ্ণতার কারনে পিচে আগুন লেগে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডের কারনে কারখানায় দশ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানার তরফে জানানো হয়েছে।