নরেনকে “পঞ্চাশ হাজার” ভোটে হারাবার চ্যালেঞ্জ জিতেনের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৩মার্চঃ
“পাণ্ডবেশ্বরে জিতব সেই সঙ্গে তৃনমূল প্রাথী-কে ৫০ হাজারের বেশি ভোটে হারাবো”- বৈদ্যনাথপুরে কর্মীসভায় এমন দাবি করলেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি।
গতবার পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন জিতেন বাবু, তৃণমূলের টিকিটে। এবার তৃণমূল ছেড়ে তিনি প্রার্থী হয়েছেন বিজেপির। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর মঙ্গলবার তিনি প্রথম আসেন বৈদ্যনাথপুর এলাকায়। স্থানীয় রক্ষাকালী মন্দিরে পূজো দিয়ে যোগ দেন কর্মীসভায়। হাট তলায় আয়োজিত এই কর্মীসভায় বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় বলে দাবি বিজেপির। জিতেনবাবু জানান এবার তিনি জিতবেন সেই সাথে প্রতিপক্ষ প্রার্থী তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ৫০ হাজারের বেশি ভোটে হারাবেন বলে ঘোষনা করেন। পাশাপাশি তিনি নরেনবাবুকে বাংলা সিনেমার অভিনেতা উৎপল দত্তের সাথে তুলনা করেন। বলেন উনি উৎপল দত্তের মতো অভিনয় করেন। দলের নেতাকর্মীদের ভয় দেখান। ওনার ভয়ে অনেকে মুখ খুলতে পারেন না। অত্যাচার উপেক্ষা সহ্য করেও তারা দলে আছেন। এবার তারা দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, আগামী দিনে অনেকেই বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করেন জিতেন বাবু। কর্মীসভার শেষে দুপুরে জিতেন বাবু মধ্যাহ্নভোজন করেন স্থানীয় নামু পাড়ার বিজেপি কর্মী গোপাল বাগদির বাড়িতে। উলেখ্য, রবিবার লাউদোহা ব্লকের বনগ্রামে ভোট প্রচারে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছিলেন জিতেন বাবু। ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য এদিন এলাকায় পুলিশী নিরাপত্তা ছিল আটোসাটো। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় এদিন তৃণমূলের কেউ বিজেপিতে যোগ দেয়নি। বিজেপির এই দাবি ভিত্তিহীন। জিতের বাবুর সাথে বাইরে থেকে এদিন প্রচুর বহিরাগত এসেছিলে বলে পাল্টা অভিযোগ করে তৃণমূলের।