অন্ডালে বোমা ফেটে মৃত্যু এক ব্যাক্তির
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৫মার্চঃ
বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্ডাল থানার অন্তর্গত জামবাদ বেনেডি এলাকার। মৃত ব্যক্তির নাম সরবন চৌধুরী (৪০)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে জামবাদ বেনেডি এলাকায় বোমা বানানোর সময় বিস্ফোরণে জখম হন সরবন চৌধুরী নামের এক ব্যক্তি। রাতেই তাকে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহঃস্পতিবার সকালে মৃত্যু হয় তার। অভিযোগ কয়েকজন সহযোগীর সঙ্গে বসে ওই ব্যক্তি বোমা বাঁধছিলেন। আকস্মিক বিস্ফোরণে জখম হন তিনি। সহযোগীদের কোন পরিচয় বা খোঁজ পাওয়া যায়নি। আরও কয়েকজন জখম অথবা মারা যেতে পারে বলে সন্দেহ এলাকাবাসীদের। যে ঘরে বসে বোম বাঁধার কাজ হচ্ছিল বিস্ফোরণের সেই বাড়িটিরও ক্ষতি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।