ফের গলসীর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে পোস্টার
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ২৫মার্চঃ
ফের পানাগড় বাজারে বিজেপির গলসি বিধানসভার প্রার্থী তপন বাগদির নামে পোষ্টার পড়লো। পানাগড়ের রাইসমিল রোডে বৃহস্পতিবার সকালে পোষ্টারকে ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়।
কে বা কারা এই পোষ্টার দিয়েছে তা কারো জানা নেই। তবে পোষ্টারে মা ও বোনেদের নাম দিয়ে লেখা হয়েছে যার বিরুদ্ধে ধর্ষণের মামলা চলছে সে কিভাবে মা ও বোনেদের সুরক্ষা দেবে সেই প্রশ্ন তুলে পোষ্টার দেওয়া হয়।
পোষ্টার পরার ঘটনা চাউর হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন ঘটনাটা সত্যি। এতদিন মানুষ জানতো না। বর্তমানে সেটা প্রকাশ্যে এসেছে। বিজেপির ওই প্রার্থীর নামে ধর্ষণের মামলা চলছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষার কথা ভাবেন।সেখানে একজন ধর্ষণে অভিযুক্ত প্রার্থী হলে কিভাবে নারী সুরক্ষা দেবে সেই নিয়ে তিনিও প্রশ্ন তোলেন। এর জন্যই তৃণমূলের প্রার্থী অনেকটাই এগিয়ে যাবে বলে তার অনুমান।
যদিও বিজেপির বর্ধমান সদরের জেলা সম্পাদক শ্যামল কুমার রায় বলেন কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটা প্রমাণিত না হলে তাকে দোষী বানালো কি ভাবে। বিষয়টি কোর্টে বিচারাধীন আইন আইনের পথে চলবে।