কয়লার ডিও-কে কেন্দ্র করে অন্ডালে দুষ্কৃতি হামলা, আহত মহিলা সহ কয়েকজন
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৫মার্চঃ
কয়লার ডিও নিয়ে ফের উত্তেজনা ছড়াল এলাকায়। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে অন্ডালের বনবাহাল ফাঁড়ির শীতলপুর গ্রামে। ঘটনায় এক মহিলা সহ আহত হন বেশ কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে ইসিএলের বাঁকোলা এরিয়ার শীতলপুর কোলিয়ারিতে কয়লার ডিও (বেসরকারি সরবরাহের বরাত ) চলছে বেশ কিছুদিন ধরে। ডিও-র সাথে যুক্ত রয়েছেন এলাকার মন্টু সিনহা, বিজয় সিং, আনন্দ সিং সহ বেশ কয়েকজন বলে সূত্রের খবর। ডিও নিয়ে শীতলপুর গ্রামের গোয়ালা পাড়ার বাসিন্দাদের একাংশ আপত্তি রয়েছে দীর্ঘদিন ধরে। ডিও-কে কেন্দ্র করে এলাকায় প্রায় অশান্তি হয়, সেই কারনে আপত্তি বলে বাসিন্দারা জানান।
বাসিন্দা আকাশ যাদব জানান ভোট পর্যন্ত সরবরাহ বন্ধ রাখা হোক এই মর্মে বুধবার থানায় ও আজ ইসিএলের এরিয়া অফিসে বাসিন্দাদের পক্ষে আবেদন জানানো হয়। দুপুর দুটো নাগাদ মন্টু সিনহা, বিজয় সিং, আনন্দ সিংহের নেতৃত্বে জনা ৫০ দুষ্কৃতী গ্রামে এসে আচমকাই বাসিন্দাদের উপর হামলা চালায়। বন্দুকের বাটের আঘাতে গুরুতর জখম হন ভৈরব যাদব, রুপেস যাদব মঞ্জু দেবী সহ বেশ কয়েকজন বাসিন্দা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় রয়েছে এখনো উত্তেজনা। উল্লেখ্য ডিও-কে কেন্দ্র করে অতীতে বহুবার খনি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বছর পাঁচেক আগে সিঁদুলি খোলামুখ খনি-তে ডিওর দখল নিয়ে ব্যাপক বোমাবাজি তেতে উঠেছিল এলাকা। ডিওর দখল ঘিরে মাস কয়েক আগে খাস কাজোড়ার নুনিয়াপাড়ায় দুই দলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা কোলিয়ারিতেও ডিওর দখল ঘিরে বহুবার সংঘর্ষের সাক্ষী থেকেছে এলাকা।