কাঁকসায় জঙ্গলে আগুন লেগে পুড়ে গেল বহু মূল্যবান গাছ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৬মার্চঃ
কাঁকসার আঁধারসুলি গ্রাম সংলগ্ন জঙ্গলে ভয়াবহ আগুন। আগুন লাগার ঘটনায় আতংক ছড়ায় এলাকায়। শুক্রবার দুপুর নাগাদ গ্রামবাসীরা জঙ্গলে আগুন দেখতে পেয়ে দমকল বিভাগে খবর দিলে পানাগড় দমকল বিভাগ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
স্থানীয় বাসিন্দারা বলেন কিভাবে আগুন লেগেছে তা জানা নেই, তবে জঙ্গলের আগুন ধীরে ধীরে গ্রামের কাছে পৌঁছে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে দমকল বিভাগে খবর দেয়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে জঙ্গলের বহু মূল্যবান গাছ।