কাঁকসায় ভোটারদের সচেতনতা বাড়াতে নির্বাচনী পোস্টার
admin
March 27, 2021
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৭মার্চঃ
আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে কাঁকসার বিভিন্ন প্রান্তে ভোটারদের সচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যানার ও পোস্টার লাগানো হলো।
নির্বাচনের দিন এবং ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রের স্থান ও অন্যান্য তথ্য জানার জন্য সহায়তা কেন্দ্রের নাম্বার দেওয়া হয়েছে ব্যানারে। পাশাপাশি করোনা আবহে সমস্ত ভোটকেন্দ্রে ভোটারদের যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য সবরকম ব্যবস্থা রাখা হয়েছে ছবিসহ ব্যানারে তা তুলে ধরা হয়েছে।