পানাগড়ে ছাগল চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার ৪ যুবক
আমার কথা,পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৮মার্চঃ
ছাগল চুরি করতে গিয়ে চার যুবককে হাতেনাতে ধরল পানাগড় গ্রাম সংলগ্ন ক্যানেলপাড়ের বাসিন্দারা। রবিবার দুপুরে পানাগড় থেকে দুর্গাপুর যাওয়ার পানাগড় গ্রাম সংলগ্ন পানাগড় বাইপাসে সার্ভিস রোডে স্থানীয় বাসিন্দারা একটি ছোট গাড়িতে ছাগল চুরি করে নিয়ে পালানোর সময় দেখতে পেয়ে গাড়িটিকে আটকায়। এরপর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা গাড়িতে থাকা চার যুবককে মারধর শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে কাঁকসা এলাকাজুড়ে নিত্যদিন চুরি যাচ্ছে ছাগল। স্থানীয়দের অনুমান বাইরে থেকে কিছু মানুষ ছোট গাড়ি করে এসে এলাকা থেকে ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে। তবে এদিন হাতেনাতে ধরা পড়ার পর অবশেষে দোষ স্বীকার করে কোনমতে রেহাই মেলে ওই যুবকদের।