দুর্গাপুর ব্যারেজে দামোদরে তলিয়ে মৃত্যু চার কিশোরের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯মার্চঃ
স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল চার কিশোরের। এদের মধ্যে অভিরাজ(১৩) নামে এক কিশোর দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত কড়ঙ্গপাড়ার বাসিন্দা। বাকি তিনজন কিশোরের কোনো পরিচয় পাওয়া যায়নি। এই দুর্ঘটনায় অসুস্থ হয়ে পরে আরো চার কিশোর। তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সোমবার হোলির দিন সকালে অভিরাজ সহ সাত কিশোর কড়ঙ্গপাড়া থেকে গিয়ে দুর্গাপুর ব্যারেজের দামোদরের জলে নামে স্নান করতে। সেই সময় বড়োজোড়ার দিক থেকে তিনজন কিশোর দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যেতে থাকে। তা দেখে ওই তিন কিশোরকে বাঁচাতে ঝাঁপায় অভিরাজ সহ আরো চারজন। কিন্তু তলিয়ে যেতে থাকা ওই তিনজনের সাথে অভিরাজও জলে তলিয়ে যায়।