দোলের দিন আউশগ্রামে দুই নাবালিকাকে গণধর্ষণ প্রতিবেশীদের
আমার কথা, পূর্ব বর্ধমান(আউশগ্রাম), ২৯মার্চঃ
দোলের দিনে রবিবার গণধর্ষণের শিকার হল দুই নাবালিকা। অভিযুক্তরাও একই গ্রামের বাসিন্দা বলেই জানা গেছে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার সোঁকাডাঙ্গা গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিগৃহীতা দুই নাবালিকাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মেডিকেল টেস্ট করা হবে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক৷ পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
ঘটনার বিবরণে এক নিগৃহীতার বাবা জানিয়েছেন, তাদের মেয়েরা বিকেলে পড়তে যায়। অনেকক্ষণ না ফেরায় খোঁজাখুঁজি চলছিল। পরে মেয়েকে দেখতে পান তিনি। সে কান্নায় ভেঙে পড়ে। দুষ্কৃতীরা তাদের উপর অত্যাচার করেছে বলে জানায়।
অন্যদিকে এক অভিযুক্তের বাবা জানিয়েছেন রাতে ছেলের খোঁজে পুলিশ বাড়িতে এসেছিল। তার ধারণা তার ছেলে এমন কাজ করতে পারে না। রবিবার রাতেই নিগৃহীতাদের বননবগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।