মিডিয়া পাস না পেয়ে জেলাশাসকের দ্বারস্থ ডিজিটাল ও কেবল মিডিয়ার সাংবাদিকরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল-দুর্গাপুর), ৩০মার্চঃ
সপ্তম দফায় পশ্চিম বর্ধমান জেলায় ভোট, আর এই ভোটের সমস্ত খবরাখবর সাধারন মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর সংবাদ মাধ্যম। তবে অবশ্যই এই নির্বাচনী সংবাদ পরিবেশনের জন্য প্রয়োজন প্রশাসনিক অনুমতি। সেই মতো বৈদুত্যিন ও খবরের কাগজের সাথে যুক্ত সাংবাদিকদের প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হলেও ব্রাত্য রয়ে গেছেন স্থানীয় কেবল চ্যানেল ও ওয়েব পোর্টালের সাংবাদিকরা। যদিও উল্লেখ্য জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে যে নির্দিষ্ট ফর্ম বিলি করা হয়েছিল তাতে উল্লেখ ছিল কেবল চ্যানেল ও ওয়েব পোর্টালের সাথে যুক্ত সাংবাদিকরাও অনুমতির জন্য দরখাস্ত করতে পারেন। সেই মতো এই জেলার কেবল চ্যানেল ও ওয়েব পোর্টালের সাংবাদিকরা দরখাস্ত করলেও তাদের কোনো অনুমতিপত্র(মিডিয়া-পাস) দেওয়া হয়নি। কিন্তু কেন এই অনুমতিপত্র তাদের দেওয়া হল না তা জানতেই আজ মঙ্গলবার জেলাশাসকের সাথে দেখা করতে যান এই দুই ধারার সাংবাদিকরা।
মিডিয়া পাস না পাওয়ার বিরুদ্ধে এদিন জেলাশাসক পূর্ণেন্দু মাজি ও অতিরিক্ত জেলাশাসক ডঃ অভিজিৎ শেভালের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয় জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমানের উপস্থিতিত্তে। প্রশাসনের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।