দুর্গাপুরে রেললাইনে তাজা বোমা, আতঙ্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১এপ্রিলঃ
রেললাইনের মধ্যে পরে রয়েছে বোমা, আর এই খবরটি চাউড় হতেই আতঙ্ক ছড়ায় দুর্গাপুর পূর্ব রেলগেট থেকে দুই কিলোমিটার দূরে, দেসবন্ধু নগর কলোনী থেকে পাঁচশ মিটার দূরে ১৬৭/২৭এ লাইনের মাঝে।
রেল সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মাইনের মাঝে বোমা পরে থাকতে দেখেন রেলের সেই সময়ে কর্মরত কর্মীরা। এরপর তাঁরা খবর দেন রেলপুলিশকে। ঘটনাস্থলে পৌঁছোয় রেলপুলিশ। বোমাগুলি উদ্ধার করে জলে ডুবিয়ে নিস্ক্রিয় করা হয়। বোমাগুলি উদ্ধারের পাশাপাশি আনা হয় পুলিশ কুকুর। আর কোনও বোমা কোথাও পড়ে আছে কিনা তারও তল্লাশী চালানো হয় রেলপুলিশ ও জি আর পির যৌথ উদ্যোগে। সাথে এও খতিয়ে দেখা হচ্ছে আচমকা ওই স্থানে বোয়াগুলি কে বা কারা কি উদ্দ্যেশ্যে রেখে গিয়েছে।