বেতন বৃদ্ধির দাবিতে ডিএসপির গেট আটকে বিক্ষোভ আইএনটিটিইউসির
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২এপ্রিলঃ
বেতন বৃদ্ধির দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার স্থায়ী শ্রমিকরা কারখানা গেটের সামনে অবরোধ করে বিক্ষোভ দেখায় শুক্রবার সকালে। বিক্ষোভের জেরে হাজারেরও অধিক শ্রমিক কাজে যোগ দিতে পারেননি। ঘটনাকে কেন্দ্র করে কারখানার গেটে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ এবং কারখানার সিআইএসএফ যায়। বিক্ষোভকারীদের অভিযোগ প্রায় ৪ বছর হল বেতন বৃদ্ধির সময়সীমা অতিক্রান্ত। কারখানা কর্তৃপক্ষ ক্রমাগত টালবাহানা করে চলেছে। তাঁরা ন্যাশনাল জয়েন্ট কাউন্সিল অফ স্টিল এর মাধ্যমে বেতন চুক্তি বৃদ্ধি জানান। ডিএসপি কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে এদিন আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গেট অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। সকাল আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত একটানা গেট অবরোধ করে চলে বিক্ষোভ।