শাসক-বিরোধী সব দলেরই দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ায় উত্তেজনায়
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২এপ্রিলঃ
প্রার্থীর সমর্থনে লেখা বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখন বিকৃত করার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি পাণ্ডবেশ্বর থানার জামুড়িয়া বিধানসভার আলীনগর গ্রামের ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামুড়িয়া বিধানসভার শ্যামলা পঞ্চায়েতের আলীনগর গ্রামের কালী মন্দির সংলগ্ন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখনের উপর কে বা কারা গোবর লেপে দেয়। শুক্রবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় ছড়ায় রাজনৈতিক উত্তেজনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিপিএম ও তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
স্থানীয় সিপিএম নেতা রাখো হরি ঘোষ জানান দলীয় প্রার্থী ঐশী ঘোষ এর সমর্থনে কয়েকদিন আগেই এলাকায় দেওয়াল লিখন করা হয়েছে। আজ সকালে দেখি সেই সব দেওয়াল কে বা কারা গোবর দিয়ে বিকৃত করেছে। বিষয়টি দলের উর্দ্ধতন নেতাদের জানানো হয়েছে। বিজেপি এই কাজ করে থাকতে পারে বলে রাখোহরি বাবুর অভিযোগ।
অন্যদিকে তৃণমূল নেতা লালটু কাজী বলেন এলাকায় তৃণমূলের সংগঠন মজবুত। তাই রাজনৈতিক মোকাবেলা করতে না পেরে বিজেপি এই অপকর্ম করেছে। দলের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে বলেও কাজী বাবু জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডবেশ্বর থানার পুলিশ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যাঁদের বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপির লেখা দেওয়ালও গোবর দিয়ে বিকৃত করা হয়েছে তবে এই বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।