পানাগড়ে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অস্বীকার
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ৩এপ্রিলঃ
তৃণমূলের ফ্ল্যাগ, ফেস্টুন পুড়িয়ে দেওয়া ও ছিঁড়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল পানাগড় বাজারের শর্মা পাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকসা থানার পুলিশ।কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কাঁকসা ব্লকে হিন্দি প্রকোষ্ঠ সংগঠনের ব্লক সভাপতি কুলদীপ সিং এর অভিযোগ গতকাল রাত্রে গলসি বিধানসভার তৃণমূলের প্রার্থী নেপাল ঘোড়ুই এর সমর্থনে এলাকায় বেশ কয়েকটি ফ্ল্যাগ, ফেস্টুন, ও তৃণমূলের কিছু দলীয় পতাকা লাগানো হয়েছিল। রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেয় এবং পুড়িয়ে দেয়।
পুলিশকে তারা জানানোর পর পুলিশ এসে তদন্ত শুরু করেছে। পাশাপশি নির্বাচন কমিশনের কাছে তারা এই বিষয়ে লিখিত অভিযোগ জানাবেন।
অপর দিকে বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।