নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বদল
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৭এপ্রিলঃ
রাজ্যে মার্চের ২৭ থেকে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। আট দফার ভোটের মধ্যে ইতিমধ্যে তিন দফার ভোট সম্পন্ন হয়েছে। কিন্তু এই তিন দফার ভোট মোটেও শান্তিপূর্ণ হয়নি। নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্ঘন্ট প্রকাশের বহু আগেই রাজ্যে চলে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। তেমনই নির্বাচন চলাকালীন কমিশনের তরফে বলতে গেলে প্রায় প্রতিদিনই চলছে কোনো না কোনো প্রশাসনিক রদবদল।
প্রসঙ্গতঃ এই রদবদলের আরো এক ঝলক দেখা গেল বুধবার। এদিন পূর্ব ও পশ্চিম এই দুই জেলার জেলাশাসককে বদলি করা হল। পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্নেন্দু মাজিকে বদলি করা হল। তাঁর জায়গায় এলেন অনুরাগ শ্রীবাস্তব। চলতি মাসের ২৬ তারিখে পশ্চিম বর্ধমান জেলায় ভোট। আর তার আগেই হল এই রদবদল।