“লুটের টাকা বাঁচাতেই দল বদলেছে মীরজাফর”- নাম না করে জিতেনকে আক্রমন অনুব্রতের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৮এপ্রিলঃ
পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর ও জামুড়িয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার হরিপুর কোলিয়ারি সংলগ্ন মাঠে জনসভা করল তৃণমূল কংগ্রেস। দুই প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী ও হরেরাম সিং ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিনের সভায় প্রায় পনেরো হাজার মানুষের ভিড় হয়েছিল বলে দাবী তৃণমূল নেতৃত্বের।
সভায় অনুব্রত বাবু ভাষণ দিতে উঠতেই ”খেলা হবে”- শ্লোগান দিয়ে ওঠেন উপস্থিত জনতা। বক্তৃতার শুরুতেই নাম না করে ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী জিতেন তেওয়ারিকে আক্রমণ করেন অনুব্রত বাবু। বলেন দলীয় নেত্রী মমতা ব্যানার্জি বিশ্বাস করে গতবার এই কেন্দ্রে একজনকে প্রার্থী করে বিধায়ক করেছিলেন। তিনি দল ও পাণ্ডবেশ্বর এর মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে দল বদলে এবার অন্য দলের প্রার্থী হয়েছেন। পাঁচ বছরে অনেক লুটের টাকা কামিয়েছেন তিনি। বিজেপি ভয় দেখিয়েছে, হয় দলে আয় নয়তো জেলে ভরবো তোকে। লুটের টাকা বাঁচাতে আর জেলে যাওয়ার ভয়ে বেইমান বিজেপিতে নাম লিখিয়েছে। বলেন, তৃণমূল ফের ক্ষমতায় আসছে, বেইমানকে ছাড়া হবে না।
পাশাপাশি তিনি রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রশংসা করেন। বলেন তৃণমূল সরকার পড়ুয়াদের জন্য সবুজসাথী, কন্যাশ্রী,রুপশ্রী ছাড়াও রাজ্যবাসীর জন্য খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী সহ একাধিক প্রকল্প চালু করেছে। আর বিজেপি শুধু প্রলোভন ও মিথ্যা কথা বলে ভোট চাইছে, এমনটাই অভিযোগ করেন অনুব্রত বাবু। বলেন মোদি বলেছিলেন আচ্ছে দিন আসবে, আরবএখন তিনি রাষ্ট্রয়ত্ব সমস্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন, এটাই হচ্ছে বিজেপির আচ্ছে দিন। আবার এখন বলছেন সোনার বাংলা গড়ব।জনতার উদ্দেশে অনুব্রত বাবু বলেন বিহার, ইউপি গুজরাট সোনার করতে পারেনি। এরা আবার বাংলা সোনার করবে ? পাশাপাশি তিনি জামুরিয়া ও পাণ্ডবেশ্বর কেন্দ্রের দুই প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান জনতার উদ্দেশ্যে। বলেন দুই প্রার্থী-ই ভূমিপুত্র। এরা দলের বিশ্বস্ত, এরা জিতলে এলাকার উন্নয়ন হবে বলেও অনুব্রত বাবু জানান। পাণ্ডবেশ্বরের পর এদিন বিকাল পাঁচটায় অনুব্রত বাবুর দ্বিতীয় সভাটি ছিল লাউদোহা ফুটবল মাঠে । এখানেও তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় হয়েছিল চোখে পড়ার মতো।