দুর্গাপুরে বোমাবাজিতে রাজনৈতিক রঙ, অভিযোগ পাল্টা অভিযোগে বিজেপি তৃণমূল
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১১এপ্রিলঃ
বোমাবাজি ঘিরে এলাকায় ফের ছড়াল উত্তেজনা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর পঞ্চায়েতের পাটশ্যাওড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে পাটশ্যাওড়া গ্রামে প্রদীপ পাল নামে এক ব্যক্তির বাড়ির সামনে বোমাবাজির ঘটনাটি ঘটে। বিকট শব্দে কেঁপে উঠে গোটা পাড়া। বাসিন্দারা ঘরের বাইরে বেরিয়ে এসে দেখেন প্রদীপ পালের বাড়ির দেওয়ালে বোমা ফাটার চিহ্ন। মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।
প্রদীপ বাবু জানান বাড়িতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি দেওয়ালে বোমা ফাটার চিহ্ন। তবে কারা বোমাবাজির ঘটনায় যুক্ত সেই বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। কাউকে দেখিনি তাই আরো নাম বলতে পারব না বলে জানান প্রদীপবাবু।
তবে এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রঙ। রবিবার সকালে ঘটনাস্থলে আসেন এলাকার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। তিনি অভিযোগ করেন ভোটের আগে আতঙ্ক ছড়াতে তৃণমূল এই কাজ করেছে। মাধাইপুরের বাসিন্দা তৃণমূল নেতা কাঞ্চন দাস, গৌতম ঘোষেরা এই ঘটনায় জড়িত বলেও অভিযোগ করেন জিতেন বাবু।
পাল্টা কাঞ্চন দাস বলেন অভিযোগ ভিত্তিহীন। তৃণমূল সন্ত্রাসের রাজনীতি করে না । জিতেন তিওয়ারি নিজেই বোমা, পিস্তল নিয়েভসন্ত্রাসের রাজনীতি করেন। দুষ্কৃতীদের সাথে নিয়ে এলাকায় ঘুরে বেড়ান। ভোটে হারবে বুঝতে পেরে জিতেন বাবু ভিত্তিহীন অভিযোগ করছেন বলে কাঞ্চন বাবু জানান।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।