শীতলকুচি কান্ড, অন্ডালে ধীক্কার মিছিল তৃণমূলের
আমার কথা,পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১১এপ্রিলঃ
শনিবার রাজ্যের চতুর্থ দফার ভোট চলাকালীন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৫জন ভোটারের যার মধ্যে ৪জন তৃণমূল কর্মী ছিল বলে দাবি শাসকদলের। ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় দলীয় কর্মীদের নির্দেশ দেন আজ রবিবার সারা রাজ্যের বিভিন্ন ব্লকে ধীক্কার মিছিল বের করার জন্য। সেই নির্দেশানুসারে বিভিন্ন জায়গার মতো অন্ডালের কাজোরায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে বের করা হয় ধিক্কার মিছিল। সকাল দশটা নাগাদ তৃণমূল কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। শেষ হয় রাজীব গান্ধী মূর্তির সামনে। মিছিলে তৃণমূল নেতা মলয় চক্রবর্তীর নেতৃত্বে প্রায় ২০০ জন তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
মিছিল শেষে মলয় বাবু জানান শীতলকুচি-র ঘটনা ন্যক্কারজনক। ভোট হচ্ছে গণতন্ত্রের উৎসব, সেই উৎসবে বিনা কারণে বাহিনীর অতি সক্রিয়তা ও গুলি করে ভোটারদের খুন করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষী জওয়ানদের শাস্তির দাবিও ওঠে মিছিল থেকে।