দুর্গাপুরের মহাশ্মশানে বিকল বৈদ্যুতিন চুল্লি, জমছে শবদেহ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩এপ্রিলঃ
প্রতিদিন গরমের পারদ চড়চড় করে চড়ছে আর এরই মাঝে আচমকাই বিকল হয়ে পড়ল দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানের বৈদ্যুতিন চুল্লি। ফলে নাজেহাল অবস্থা এই স্মশানে শবদাহ করতে আসা শ্মশানযাত্রীরা। ইতিমধ্যেই চারটি শবদেহ পড়ে রয়েছে দাহ কার্যের জন্য। ফলে ক্রমশ উত্তেজনা ছড়িয়ে পড়ছে শ্মশানযাত্রীদের মধ্যে। তবে পুরসভার পক্ষ থেকে মেরামতের চেষ্টা চালাচ্ছে।
জানা গিয়েছে মঙ্গলবার সকাল থেকে বিকল হয়ে পড়ে রয়েছে বীরভানপুর মহাশ্মশানের বৈদ্যুতিন চুল্লি। এদিকে সবদাহ করতে মৃতদেহ নিয়ে কেউ এসেছেন আমরাই গ্রাম থেকে তো আবার কেউ এসেছেন সেপকো টাউনশিপ থেকে। কিন্তু বৈদ্যুতিন চুল্লি বিকল হয়ে পড়ায় বেশ সমস্যায় পড়েন তাঁরা। দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে মেরামতের কাজ শুরু হলেও তা এত দীর্ঘ সময় নিয়ে চলছে যার ফলে এই প্রচন্ড গরমে নাজেহাল অবস্থায় পড়েছেন শবযাত্রীরা। তাদের অভিযোগ, প্রশাসনকে জানানো হয়েছে, এদিকে ওই স্মশানের দায়িত্ব থাকা ব্যাক্তিরা তাদের কাঠের চুল্লিতে দাহকার্য সাড়তে পরামর্শ দেওয়া হয়েছে বলে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে অনেক শবযাত্রীরা। তবে বাধ্য হয়ে তাঁরা শেষে কাঠ দিয়েই দাহ কার্য শুরু করেছেন।
তবে প্রশাসনের তরফে জানা গিয়েছে মূলতঃ সকাল থেকে ইলেক্ট্রিক প্যানেলের গোলযোগের কারনেই এই বিভ্রাট।