দুর্গাপুরের ৪নং ওয়ার্ডে তৃণমূলের দলীয় দপ্তরে ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫এপ্রিলঃ
নববর্ষের দিন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের প্রচার উপলক্ষ্যে ৪নং ওয়ার্ডের অন্তর্গত ভারতী রোডে একটি দলীয় দপ্তর সাজানো হয়েছিল দলীয় পতাকা দিয়ে। বুধবার রাতের অন্ধকারে সেই দলীয় দপ্তরে হামলা চালায় কেউ বা কারা। দলীয় পতাকা ছিঁড়ে ফেলার সাথে সাথে দলীয় দপ্তরে ভাঙচুর করারও অভিযোগ উঠছে। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের দিকে।
প্রার্থী প্রদীপ মজুমদারের নির্বাচনী এজেন্ট তথা আইনজীবি কল্লোল ঘোষ জানান, দুর্গাপুর শান্ত জায়গা। বিজেপি বহিরাগতদের এনে এই শহরকে অশান্ত করতে চাইছে, তৃণমূলের দলীয় দপ্তর ভাঙ্গার মতো স্পর্ধা দেখাচ্ছে, এটা সাধারন মানুষ মেনে নেবে না। এর ফল ২রা মে বিজেপি ভাল মতোই পেয়ে যাবে। পাশাপাশি এদিন তিনি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হুশিয়ারী দিয়ে বলেন সাধারন মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই মুহূর্তে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর। তাই আজ রাত থেকে যদি সেই নিরাপত্তা তারা দিতে না পারে তাহলে আমরাও দেখব রাজনৈতিকভাবে কি করে এর মোকাবিলা করা যায়।
৪নং ওয়ার্ডের পুরপিতা স্বরূপ মুখার্জী বলেন দলীয় দপ্তরে ভাঙচুর আর দলীয় পতাকা ছিঁড়ে ফেলার পেছনে বিরোধী দলের হাত রয়েছে। এ বিষয়ে পুলিশ আর নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।