কাঁকসায় আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ৪ দুষ্কৃতি
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৫এপ্রিলঃ
বুধবার গভীর রাত্রে কাঁকসার পিয়ারী গঞ্জ এলাকা থেকে চার জন দুষ্কৃতিকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ।
বৃহস্পতিবার ওই চারজন দুষ্কৃতিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত গোপাল হালদার, সেখ বাপ্পা, সেখ হালিম ও সেখ আসরাফ এই চার দুষ্কৃতির প্রত্যেকেই বীরভূমের ইলামবাজারের বাসিন্দা। চারজনই ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্য একত্রিত হয়েছিল। কাঁকসা থানার পুলিশের টহলরত ভ্যান প্রথমে তাদের দেখতে পেয়ে আটকায়। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কথায় অসঙ্গতি মেলে। তখন তাদের তল্লাশি চালিয়ে দুটি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।
ধৃতদের বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায় কাঁকসা থানার পুলিশ।
পুলিশ ধৃতদের জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে যে এই চারজন কোনো বড় দলের সাথে যুক্ত আছে কিনা।