“গরীবের পাশে সব সময় আছেন মমতা”-তৃণমূল প্রার্থীর প্রচারে পানাগড়ে দেবাংশু
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১৫এপ্রিলঃ
গলসি বিধানসভার তৃণমূলের প্রার্থী নেপাল ঘোড়ুই এর সমর্থনে রোড শো করে নির্বাচনী প্রচার করলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁকসার মিনি বাজার থেকে রোড শো শুরু হয়। কাঁকসার বিভিন্ন এলাকা ঘুরে পানাগড় বাজারের রেলপারে শেষ হয় দেবাংশু ভট্টাচার্য্যের রোড শো।
এদিন শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে খেলা হবে ডিজে গানের সাথে জাঁকজমক প্রচার হয় বৃহস্পতিবার সন্ধ্যায়।
প্রচারে এদিন গলসি বিধানসভার তৃণমূলের প্রার্থী নেপাল ঘরুই ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী, বিশিষ্ট শিক্ষাবিদ সুন্দর লাল পাসওয়ান সহ অন্যান্যরা।
দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গরিব মানুষের কথা ভাবে গরিব মানুষের পাশে দাঁড়ান তেমন আর কেউ পারবে না।
তাই আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কে পুনরায় মুখ্যমন্ত্রী করতে তৃণমূলের প্রার্থীদের ভোট দেওয়ার কথা বলেন দেবাংশু ভট্টাচার্য্য।