“ঢাক ঢোল পিটিয়ে কি করোনা আটকানো যায়”-নাম না করে প্রধানমন্ত্রীকে বিঁধলেন সূর্যকান্ত মিশ্র
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬এপ্রিলঃ
রাজ্যের রেকর্ড সংক্রমণ করোনার, আর এরই মাঝে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। ভোট বড় বালাই তাই প্রচার যখন করতেই হবে অন্ততঃ স্বাস্থ্যবিধি মেনে যাতে তা করা হয় সেই আবেদনই করলেন সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র।
সংযুক্ত মোর্চার দুর্গাপুরের প্রার্থীর সমর্থনে প্রচারে এসে ক্রমন বাড়তে থাকা করোনা নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সূর্যকান্ত। তিনি বলেন রাজ্যে করোনা পরিস্থিতি খুব খারাপ তাই করোনা মোকাবিলা করতে বয়স না দেখে ছোট বড় নির্বিশেষে সকলে ভ্যাকসিন দিতে হবে।
এদিন তিনি প্রধানমন্ত্রীর নাম না করে তাকে এক হাত নেন। বলেন ঢাক ঢোল বাজানোর পরামর্শ দিয়েছিলেন কিন্ত কোথায় করোনা তো আটকাতে পারলেন না।
প্রসঙ্গতঃ শুক্রবার সূর্যকান্ত মিশ্র সংযুক্ত মোর্চার দুই প্রার্থী যথাক্রমে বাম প্রার্থী আভাস রায়চৌধুরী ও কংগ্রেসের দেবেশ চক্রবর্তীর সমর্থনে রোড শো করেন। এই রোড শোটি পাঁচমাথা মোড় থেকে শুরু হয়ে দীর্ঘ ৪ কিমি চলে গিয়ে শেষ হয়