গলসীতে তপনকে সরিয়ে বিকাশকে প্রার্থী, ড্যামেজ কন্ট্রোলে খোদ বিজেপি সভাপতি
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১৬এপ্রিলঃ
গলসী নিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসের সমর্থনে শুক্রবার পানাগড়ে একটি রোড শো করলেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রোড শো-য়ের পর দলেরই এক কর্মী ছোটু বাগদীর বাড়িতে তিনি ফল ও নোনতা খান সাথে শোনেন ছোটু বাগদীর নানা অভাব অভিযোগের কথা। তবে সুত্রের খবর সেই অভাব মেটানোর দেন জেপি নাড্ডা তবে অবশ্যই শর্ত সাপেক্ষে। বলেন যদি তারা বিজেপি সরকার উপহার দেয় তাহলে নাকি উন্নয়নের জোয়ার এনে দেবেন এলাকায়।
তবে নিন্দুকদের মতে ছোটু বাগদি যথেষ্ট ভাগ্যবান যে জেপি নাড্ডা তার অভাবের কথা অন্তত শুনেছেন তো। এর আগে বোলপুরে কিংবা নন্দীগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যে পরিবারগুলিতে মধ্যাহ্ন ভোজন সেড়েছিলেন তাদের অভাবের কথা শোনা তো দুর তাদের সাথে কথা বলার সৌজন্যটুকুও দেখাননি বলে ওই পরিবারের সদস্যদের অভিযোগ।
এখন প্রশ্ন উঠছে তাহলে সভাপতি হঠাৎ কথা না শোনার পরম্পরা ভাঙলেন কেন?
রাজনৈতিক মহলের মতে গলসি কেন্দ্রে বর্তমান বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসের আগে প্রার্থী করা হয়েছিল তপন বাগসিকে। কিন্তু তাকে আচমকাই সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন তপন বাগদি। সাথে ক্ষোভ প্রকাশ করেছিল আদি বিজেপি কর্মীদেরও একাংশও। তাই ক্ষুব্ধ বাগদি সম্প্রদায়ের ভোট যাতে অন্য শিবিরে না চলে যায় তার জন্যই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় এক বাগদি পরিবারে খাওয়া দাওয়া, সাথে কিছুটা সময় তাদের সাথে কাটিয়ে তাদের অভাব অভিযোগ শোনা বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।