“আমার প্রচার আটকাতেই সময়সীমা কমানোর সিদ্ধান্ত কমিশনের”- মমতা
আমার কথা, পূর্ব বর্ধমান(গলসী), ১৭এপ্রিলঃ
এবার নির্বাচনী প্রচার নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপির নির্দেশে কমিশন কাজ করছে বলে সরাসরি অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
প্রসঙ্গতঃ নির্বাচনী আবহাওয়ার মধ্যে ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমন আটকাতে শুক্রবার এক সর্বদলীয় বৈঠক করে নির্বাচন কমিশন। কোভিড আবহে প্রচারের নিয়মে বদল আনল কমিশন। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৭টার মধ্যে সমস্ত মিটিং মিছিল সাড়তে হবে আর ভোটের ৭২ ঘন্টা আগে প্রচার শেষ করতে হবে। সুত্রের দাবি তৃণমূলের পক্ষ থেকে শেষ তিন দফার ভোট একদিনে করার পক্ষে সওয়াল করে যদিও কমিশনের পক্ষ থেকে তা খারিজ করে দেওয়া হয়। এই প্রসঙ্গে শনিবার গলসীতে প্রচারে এসে মমতা কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তোলেন যে প্রচারের সময়সীমা যদি কেটে নেওয়া যায় তাহলে বাকি তিন দফার ভোট কেন এক দফায় করা যাবে না?
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তিন দফার ভোট এক দফায় করতে পারতো কমিশন কিন্তু তা করছে না। আসলে শেষ লগ্নের প্রচারে মোদি বা অমিত শাহ কেউই আর প্রচারে আসবেন না। তাই মমতার প্রচার আটকাতে প্রচার শেষ করার সময়সীমা ২৪ঘন্টা থেকে বাড়িয়ে ৭২ঘন্টা করে দিলো কমিশন। মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপির নির্দেশেই কমিশনের এই সিদ্ধান্ত।