করোনার মরন কামড়ে কাঁকসার হাসপাতালে মৃত্যু মিছিল, তিনদিনে মৃত ১১
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৮এপ্রিলঃ
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে পুরো দেশ জুড়ে। এই ঢেউয়ের প্রকোপ থেকে বাদ যায়নি শিল্পাঞ্চল দুর্গাপুরও। বলতে গেলে প্রায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতি যখন সামাল দিতে রীতিমতো হিমসিম খাচ্ছে জেলা স্বাস্থ্য দফতর, সেখানে গোদের ওপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায় করোনার বিশিষ্ট হাসপাতালে লেভেল চার রোগীদের ক্ষেত্রে কোনো বেড খালি নেই।
একেই দেশ জুড়ে করোনার ফের মরন কামড় তার উপর রাজ্যের নির্বাচন সাদরে আরো আমন্ত্রণ জানাচ্ছে করোনাকে রাজ্যবাসীর শরীরে সযত্নে বাসা বাঁধতে। দেশের শাসক কিংবা নির্বাচন কমিশনই হোক বা রাজনৈতিক দলগুলির নেতা নেত্রী কি দলীয় কর্মী সমর্থক সকলেই ভোট উৎসবে মাতোয়ারা হয়ে অতি উৎসাহে একদিকে যেমন তারা প্রচারের মাত্রা যেমন বাড়িয়েই চলেছেন ভিড় করে তেমনই সেই সুযোগে করোনাও তার থাবা বসিয়ে যাচ্ছে মানুষের শরীরে। নির্বাচনী প্রচারে নেতা নেত্রী থেকে শুরু করে প্রার্থী বা কর্মী সমর্থক কারুরই নেই মুখে মাস্ক, নেই স্বাস্থ্যবিধির বালাই। সুতরাং এর থেকে বুঝতে এতটুকু অসুবিধা হওয়ার কথা নয় এমতবস্থায় শহরবাসীর অবিমিশ্রকারিতা যে কোনো মুহূর্তে ভয়ানক পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে।
প্রসঙ্গতঃ শিল্পাঞ্চলবাসীদের অবগতির জন্য বলে রাখা ভাল স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে, গত তিন দিনে কাঁকসার করোনা হাসপাতালে মৃত্যু হয়েছে ১১ জন করোনা আক্রান্তের। গত ২৪ ঘন্টায় ওই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৯ জন আর গতকালই মৃত্যু হয়েছে ২ জনের।
এমতবস্থায় একমাত্র করোনা নিয়ে নিজেদের সচেতনতাই বাঁচাতে পারে রাজ্যবাসীকে। মাস্ক অবশ্যই পড়ুন, সাথে সামাজিক দুরত্বের সাথে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলুন।