নির্ধারিত দিনের আগেই পানাগড়ে বের করা হল রামনবমীর শোভাযাত্রা
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১৮এপ্রিলঃ
আগামী ২২তারিখ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। সেই কারণে রাম নবমীর দিনে শোভাযাত্রার অনুমতি মিলবে না বলেই রবিবার ষষ্ঠীর দিনেই মুখে মাক্স পড়ে পানাগড়ের রনডিহা মোড় থেকে দার্জিলিং মোড় পর্যন্ত রামনবমীর শোভাযাত্রা হল।
রবিবার বিকাল তিনটে থেকে পানাগড়ের রণডিহা মোড় থেকে শোভাযাত্রা বের হয় পানাগড় বাজারের রামনবমী কমিটির পক্ষ থেকে।
রনডিহা মোড় থেকে কয়েক হাজার মানুষের একটি শোভাযাত্রা কাঁকসার ক্যানেল পাড় মোড়ে পৌঁছাতেই সেখানে কাঁকসার মিনি বাজার থেকে অপর একটি শোভাযাত্রা এসে যোগ দেয়। এরপর দুটি শোভাযাত্রা একত্রিত হয়ে পানাগড়ের দার্জিলিং মোড় পর্যন্ত সেই শোভাযাত্রাটি যায়।
রামনবমী কমিটির সদস্যরা জানিয়েছেন করোনার বিধিনিষেধ তো রয়েছেই তার সাথে ধর্মটাকেও পালন করতে হবে। তাই সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে সমস্ত মানুষ মুখে মাস্ক পরে এবং হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে নিয়ে আজকের শোভাযাত্রায় অংশ নিয়েছে। তবে রাম নবমীর দিনে এই শোভাযাত্রা হলেও নির্বাচনের বিধি নিষেধের কারণে তাই রবিবারেই শোভাযাত্রাটি করা হলো।
অপর দিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কাঁকসার প্রতিটি মোড়ে মোতায়েন ছিল কাঁকসা থানার পুলিশ।