মমতাকে ফের মুখ্যমন্ত্রী দেখতে চান, তাই গলসীর প্রার্থীর প্রচারে মতুয়া সম্প্রদায়
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৯এপ্রিলঃ
আসন্ন বিধানসভ নির্বাচনকে সামনে রেখে কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অজয় পল্লী এলাকায় গলসি বিধানসভার তৃণমূল প্রার্থী নেপাল ঘোড়ুই এর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করলেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা।
অল ইন্ডিয়া মতুয়া সম্প্রদায়ের সদস্যরা জানিয়েছেন কাঁকসা ব্লকের মধ্যে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র এবং গলসি বিধানসভা কেন্দ্রের মধ্যে যে সমস্ত জায়গায় মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বসবাস করছেন, প্রতিটি এলাকার মতুয়া সম্প্রদায়ের মানুষেরা তৃণমূলকে সমর্থন করেছে এবং তৃণমূলের পাশেই রয়েছে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীরা যাতে বিপুল ভোটে জয়ী হয় তার জন্য মতুয়া সম্প্রদায়ের মানুষেরা সমগ্র কাঁকসা লব্লকে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার করছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য যে উন্নয়ন করেছেন সে উন্নয়নের প্রচার করা হচ্ছে সমগ্র এলাকায। আগামী দিনে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর যে সমস্ত উন্নয়নগুলো মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য বাকি রয়েছে সেগুলি তিনি আবার পূরণ করবেন।
তাই মমতা বালা ঠাকুর এর নির্দেশে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন এলাকায় তারা প্রচার শুরু করে দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তারা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান বলেও জানান