সিপিএম-বিজেপি লড়ছে মৌলবাদের হাত ধরে, তৃণমূল লড়ছে মানুষের হাত ধরে- ব্রাত্য বসু
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২০এপ্রিলঃ
ভোট বৈতরণী পার হতে সিপিএম- কংগ্রেস হাত মিলিয়েছে মুসলিম মৌলবাদের সাথে, আর বিজেপি হিন্দু মৌলবাদের। তৃণমূল লড়ছে মানুষের হাত ধরে। সোমবার সন্ধ্যায় উখড়া পুরাতন হাটতলায় রানীগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। সিপিএম- কংগ্রেস- আইএসএফের মোর্চাকে মোচা বলে এদিন কটাক্ষ করেন ব্রাত্য বসু। বলেন সিপিএম কংগ্রেস এতটাই দেউলিয়া হয়ে গেছে যে তাদের হাত ধরতে হয়েছে মৌলবাদী আব্বাস সিদ্দিকীর, যার কোনো রাজনৈতিক ইতিহাস নেই। আব্বাস কট্টর মৌলবাদী। মহিলাদের সম্পর্কে অশ্লীল কথা বলেন , অন্য ধর্ম সম্পর্কে ঘৃনা ছড়ান। আগে বামেরা ইনক্লাব জিন্দাবাদ বলতো এখন তারা বলছে ইনক্লাব নারায়েণে তেহজিব। আগে মস্কো যাওয়ার কথা বলতো এখন বলে মক্কা যাওয়ার কথা। বলেন বিজেপি-র ও এজেন্ডা মৌলবাদ। বিজেপির সাথে মোর্চার গোপন আঁতাত নিয়েও সরব হন ব্রাত্য বসু। বলেন আব্বাস- সেলিম- আব্দুল মান্নানরা মমতার বিরুদ্ধে সোচ্চার কিন্তু এদের মুখে মোদি বা বিজেপির বিরোধিতা শোনা যায় না । উল্টোদিকে বিজেপির ছোট-বড় সব নেতারাই নির্লজ্জভাবে মমতাকে আক্রমণ করলেও এদের মুখে আব্বাসের সমালোচনা শোনা যায় না। বলেন তৃণ্মূল জোট করেছে মানুষের সাথে।
করোনা কালে বাংলায় ভোট নিয়ে সরব হন ব্রাত্য বসু। বলেন সঙ্কটকালে তৃণমূল সহ সব দলই চাইছিল এক দফায় ভোট হোক। কিন্তু বিজেপি তা চায় না, কারণ এক দফায় ভোট হলে সুবিধা করতে পারবে না বিজেপি। করোনা কালে বিজেপি বহিরাগতদের এনে সংক্রমণ ছড়াচ্ছে। বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বাংলার মানুষ মরলে তাদের কিছু যায় আসে না। বাংলা দখল করায় বিজেপির উদ্দেশ্য, বলেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকার বাংলার মানুষের জন্য ৬৫টি জনমুখি প্রকল্প চালু করেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই প্রকল্পের সুবিধা পাচ্ছে বাংলার মানুষ। তৃণমূল ক্ষমতায় থাকলে প্রকল্প গুলি থাকবে আর বিজেপি ক্ষমতা দখল করলে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে বাংলার মানুষ। কারণ স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, খাদ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী এসব প্রকল্প বিজেপি শাষিত কোন রাজ্যে নেই। বিজেপিকে বাঙালি ও বাংলা বিরোধী দল বলেও দাবি করেন ব্রাত্য বসু। বলেন বাংলার সংস্কৃতিকে রক্ষা করতেই ফের তৃণমূল সরকার চাই। তৃণমূলকে ভোট দিয়ে জেতানোর আবেদন জানান ব্রাত্য বসু।।