দুদিন বাদেই ভোট, তার আগে মলানদিঘি থেকে উদ্ধার ব্যাগ ভর্তি বোমার মশলা
আমার কথা, পশ্চিম বর্ধমান(মলানদিঘি), ২০এপ্রিলঃ
আর মাত্র ৪৮ ঘন্টা বাকি এরপরেই ২২এপ্রিল রাজ্যে ষষ্ঠ দফার ভোত আর এই দফার ভোট রয়েছে পূর্ব বর্ধমান জেলার গলসী বিধানসভা কেন্দ্রেও। একদিকে যখন ওই কেন্দ্রে শাসক বিরোধী সব শিবিরেই প্রার্থী সহ কর্মীরা চরম উৎকণ্ঠার মধ্যে দিয়ে চলছে তখন শেষ মুহূর্তে ওই কেন্দ্রের অন্তর্গত মলানদিঘীর পুলিশ ক্যাম্পের অন্তর্গত দেউল সংলগ্ন অজয়পল্লী জঙ্গল থেকে ব্যাগ ভর্তি বোমার মসলা উদ্ধার হল যাকে ঘিরে ব্যাপক আতঙ্ক সহ উত্তেজনা ছড়ালো এলাকায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, দেউল সংলগ্ন পন্ডিত রঘুনাথ মূর্মু সেতুর পাশে এক আদিবাসী পরিবারে ঘরের পেছনে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখতে পান শ্যাম সোরেন নামে এক ব্যাক্তি। দেখতে পেয়ে পুলিসকে খবর দেওয়া হলে মলানদিঘি পুলিশ ক্যাম্পের থেকে পুলিশ গিয়ে ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে ব্যাগটিতে বোমার মশলা রাখা ছিল। কে বা কারা কি উদ্দ্যেশ্যে ওই ব্যাগ ভর্তি বোমার মসলা ওই স্থানে রেখে গেল তা জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।