“বিজেপি করোনার থেকেও ভয়ানক”, বাংলা থেকে বিতাড়িত করার ডাক অভিনেতা সোহমের
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২১এপ্রিলঃ
বিজেপিকে করোনার সাথে তুলনা করে কাঁকসার গোপালপুরে জনসভায় এসে সোহম বললেন রাজ্যে এখন করোনার থেকেও বড় ভয়ানক হচ্ছে বিজেপি। বিজেপি নামক এই করোনাকে বাংলা থেকে বের করতে হবে। আগামী ২রা মে বিজেপি নামক এই করোনা বাংলা থেকে দূর হবে। এবং ২রা মে মমতা বন্দোপাধ্যায় ফের নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে চৌদ্দতলা যাবেন। এখন শুধুমাত্র কিছুদিনের অপেক্ষা।
কাঁকসার গোপালপুরে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে জনসভায় এসে বিজেপিকে তুলোধনা করে এমনটাই বললেন অভিনেতা সোহম চক্রবর্তী।
এদিন সোহম ছাড়াও মঞ্চে ছিলেন অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী সায়ন্তিকা। দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ,কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী সহ অন্যান্যরা।