নাকা চেকিংয়ে ছাগল ভর্তি গাড়ি থেকে সাড়ে ৫ লক্ষ টাকা উদ্ধার করল কাঁকসা পুলিশ
আমার কথা, পশ্চিম বর্ধমা(কাঁকসা), ২২এপ্রিলঃ
আজ রাজ্যে ষষ্ঠ দফার ভোট আর এরই মধ্যে কাঁকসা পুলিশের নাকা চেকিং চলাকালীন সাড়ে পাঁচ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ।
প্রসঙ্গতঃ গলসী বিধানসভা কেন্দ্রের বেশ কিছু জায়গা কাঁকসা থানার অন্তর্গত। যেহেতু আজ ভোট চলছে সেহেতু বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল কাঁকসা থানার পুলিশ। এরই মধ্যে শিবপুর রোড ধরে বীরভূমের দিক থেকে একটি পিক আপ ভ্যান বেশ কিছু ছাগল নিয়ে পশ্চিম বর্ধমান জেলায় আসছিল। কাঁকসা থানার অন্তর্গত কৃষ্ণপুর এলাকায় পুলিশ নাকা চেকিং চালানোর সময় গাড়িটিকে আটকায়। গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় সাড়ে পাঁচ লক্ষ টাকা। গাড়ির চালককে টাকার বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে কোথা থেকে এই টাকাগুলো কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পুলিশ এও জানিয়েছে যে টাকাগুলো বৈধ হলে যার টাকা তাকে ফেরত দেওয়া হবে আর যদি টাকাগুলো কোনো অসৎ উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তাহলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।