আউশগ্রামে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, জখম কর্মীর ছেলেও
আমার কথা, পূর্ব বর্ধমান(আউশগ্রাম), ২২এপ্রিলঃ
আউশগ্রামে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আউসগ্রাম ১নং ব্লকের তৃণমূল সংখ্যালঘু সেল এর সভাপতি জুলফিকার আলী মন্ডল। এদিন আউশগ্রাম বিধানসভার ৮৫ নং বুথে বিজেপি ও তৃণমূল এজেন্ট দের মধ্যে বচসা ও মারামারি হয়। সেই সংঘর্ষে আহত হন জুলফিকার নামে ওই তৃণমূল কর্মী বলে অভিযোগ। ওই কর্মী সমর্থক তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে মাথা ফাটা অবস্থায় যখন তিনি বনগ্রাম স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য আসছিলেন সেই সময় তার গাড়ি আটকে বিজেপি কর্মী সমর্থকরা ফের হামলা চালায় বলে অভিযোগ। গাড়িতে থাকা ৬ জন তৃণমূল কর্মী সমর্থককেও বেধড়ক মারধর করা হয়। সবচেয়ে বেশি আহত হন জুলফিকার ও তার ছেলে। চিকিৎসা করাতে এসে তিনি জানান ছোট ঘটনায় এভাবে বারবার আক্রান্ত হতে হবে তা তিনি ভেবে উঠতে পারেননি। গোটা বিষয়টি তিনি তৃণমূল নেতৃত্বকে জানিয়েছেন।