যোগানের অভাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বন্ধ ভ্যাকসিন দেওয়ার কাজ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪এপ্রিলঃ
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই মৃত্যু মিছিল শুরু হয়েছে দেশে, বাদ পড়েনি এই রাজ্যও। একদিকে যেমন পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা তেমনি অন্যদিকে দুশ্চিন্তার ছাপ পড়েছে স্বাস্থ্য মন্ত্রকের কপালে। অক্সিজেন থেকে শুরু করে ভ্যাকসিন, ওষুধ সবেতেই লেগেছে আকাল। রাজ্যের বিভিন্ন হাসপাতালে যেভাবে করোনা রোগীর ভিড় বাড়ছে তাতে পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। অনেক হাসপাতালেই অভাব পড়ছে করোনার ভ্যাকসিনের।
একই পরিস্থিতি দুর্গাপুরের সরকারী হাসপাতালেও। শনিবার থেকে সরবরাহের অভাবে বন্ধ করে দেওয়া হল ভ্যাকসিন দেওয়ার কাজ। হাসপাতালের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যে “ভ্যাকসিনের ডেলিভারীর অভাবে ২৪/০৪/২০২১ থেকে দেওয়া হচ্ছে না। ভ্যাকসিন আসলে দেওয়া হবে। খোঁজ নিয়ে যাবে।”
এই বিজ্ঞপ্তির পরেই শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমনিতেই সকাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য লম্বা লাইন পড়ে যেতে দেখা গেছিল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কিন্তু তারপরেই ওই বিজ্ঞপ্তি জারি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
তবে আবার কবে থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে সে ব্যাপারে কিছু নিশ্চিত করে জানাতে পারেননি হাসপাতাল সুপার ধীমান মন্ডল।