রাত পেরোলেই করোনা আবহে সপ্তম দফার ভোট, দুর্গাপুরে স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত প্রস্তুতি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫এপ্রিলঃ
রাত পেরোলেই সোমবার রাজ্যে সপ্তম দফার নির্বাচন। পশ্চিম বর্ধমান জেলার নয়টি কেন্দ্রেও এদিন নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন ভোটাররা।
এদিকে এই নয়টি কেন্দ্রের জন্য দুর্গাপুরে তিনটি ডিসিআরসি কেন্দ্র। সেখানেই আনা হয়েছে সমস্ত ইভিএম যন্ত্র আর ভিভিপ্যাট।
এদিকে সারা দেশের সাথে সাথে এই রাজ্যেও ক্রমশই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। ফলে একদিকে করোনার রক্তচক্ষু আর অন্যদিকে এই করোনা আবহের মধ্যে ভোট, ফলে নির্বাচনের মধ্যেই শান্তিপূর্ণ ভোটের চ্যালেঞ্জ। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুরের এই তিনটি ডিসিআরসি কেন্দ্রগুলিতে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। হাতে স্যানিটাইজার দেওয়া থেকে শুরু করে দেহের তাপমাত্রা পরীক্ষা করার জন্য থার্মাল গান ব্যবহার করা হয়।