মেলেনি ন্যায্য মজুরী, দুর্গাপুরে ভোট বয়কটের ডাক পুরসভার সাফাইকর্মীদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫এপ্রিলঃ
বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্য সরকারের তরফে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার নির্ধারিত ৩২২টাকা পুরসভার সাফাই কর্মীদের দেওয়া হবে। কিন্তু বারবার বলা হলেও পূরণহয়নি সেই প্রতিশ্রুতি, উল্টে মাত্র ১৪৪টাকা দিন মজুরিতে তাঁরা কাজ করে যাচ্ছেন, আর কাউন্সিলার কিংবা নেতাদের বলতে গেলে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাই প্রতিবাদে তৃণমূল পরিচালিত পুরসভার ৪৩টি ওয়ার্ডের ১৭০০ জন সাফাই কর্মী আগামীকাল সপ্তম দফার ভোট বয়কটের ডাক দিলেন, একই সাথে পরিবার পরিজন মিলিয়ে এই সংখ্যাটা প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো হবে বলে আন্দোলনকারী সাফাই কর্মীরা জানিয়েছেন। শুধু সরকার নির্ধারিত মজুরিই নয়,রীতিমতো এই কোভিড আবহে মাস্ক, সাবান কিছুই পাচ্ছেন না এই সাফাই কর্মীরা বলেও অভিযোগ। মেলেনি প্রভিডেন্ড ফান্ড এর সুবিধাও। বাধ্য হয়ে এই সাফাই কর্মীরা ভোট বয়কটের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বলে জানালেন। দাবী না মিটলে এবার দুর্গাপুর নগর নিগমের ৪৩টি ওয়ার্ডেরই পুর পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন আন্দোলনকারী সাফাই কর্মীরা। রবিবার হাতে ভোট বয়কটের প্ল্যাকার্ড নিয়ে দুর্গাপুর নগর নিগমের সামনে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা বিক্ষোভে সামিল হয়।*